গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সহকারী প্রকৌশলীল কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
সরিষাবাড়ী , জামালপুর।
জনবলঃ-
১। সহকারী প্রকৌশলী ঃ- পদ শুন্য।
২। উপ-সহকারী প্রকৌশলী ঃ ০১ জন, অফিস প্রধানের দায়িত্ব পালন ও ডিডিও।
৩। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ঃ ০১ জন।
৪। মেকানিক ঃ ০৪ জন বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় দায়িত্ব পালন করেন।
৫। অফিস সহায়ক ঃ পদ শুন্য।
৬। নৈশ/নিরাপত্তা প্রহরী ঃ ০১ জন
৭। ভি ্এস লেবার ঃ ০১ জন
মোট ঃ ১০ জন
তদারককারী কর্মকর্তাঃ নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জামালপুর বিভাগ, জামালপুর।
অত্র দপ্তরের কর্মকান্ড
১। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বাসীদের মধ্যে নিরাপদ পানীয় জল সরবরাহ ব্যবস্থা উন্নয়ন করা।
২। জনগনের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন করা।
৩। ব্যক্তিগত ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সহ পারিপার্শ্বিক ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং উদ্বুদ্ধ করা।
৪। বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র/ছাত্রীদের মাঝে হাত ধোয়া, স্যানিটেশন সম্পর্কে
সচেতন ও নিরাপদ পানি ব্যবহার বিষয়ে উদ্বুদ্ধ করা।
নিয়মিত কাজকর্ম
১। ইতিপুর্বে স্থাপিত নলকূপ/পানির উৎস সমুহ পারিদর্শন এবং সাময়িক অকেজো নলকুপ সমূহ নলকূপ মেকানিকের মাধ্যমে সচল করা। এক্ষেত্রে খুচরা যান্ত্রাংশ অথবা খুচরা যন্ত্রাংশের সরবরাহ মুল্য উপকার ভোগীকে বহন করতে হবে। অর্থাৎ শুধুমাত্র কারিগরি সহযোগিতা প্রদান করা হয়।
২। প্রতি অর্থ বছরে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ঠিকাদারের মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় নলকূপ/পানির উৎস স্থাপন কাজ সঠিকভাবে বাস্তবায়ন করা।
৩। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে পৌর এলাকায় নিরাপাদ পানীয় জল সরবরাহের নিমিত্তে উৎপাদক নলকূপ স্থাপন, উচ্চ জলাধার নির্মান করা সহ বিভিন্ন ব্যাসের পাইপ লাইন স্থাপন করা এবং পৌর কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া।
৪। প্রতি অর্থ বছরে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ঠিকাদারের মাধ্যমে সরবরাহকৃত ল্যাট্রিন সেট বিধি মোতাবেক হত দরিদ্র এবং দরিদ্র পরিবারের মধ্যে বিনামুল্যে বিতরন করা। অনেক সময় ঠিকাদারের মাধ্যমে কমিউনিটি ল্যাট্রিন স্থাপন করা।
৫। আর্থিক সালে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে দপ্তরীয় জনবল (ম্যাশন ও লেবার) দ্বারা ল্যাট্রিন সেট তৈরী এবং নির্ধারিত মূল্যে বিক্রয় করা ও সরকারী কোষাগারে অর্থ জমা করন।
৬। বিভিন্ন প্রকার পানির উৎসের পানিতে আর্সেনিক, আয়রন ও ক্লোরাইড ইত্যাদির উপস্থিতি বিনামুল্যে পরীক্ষা করা ও ফলাফল উপকার ভোগীকে জানিয়ে দেওয়া।
৭। দেশের যে কোন প্রতিকুল অবস্থা যেমন- ঘুর্নিঝড়, টর্নেডো, বন্যা ইত্যাদিতে সরকারী নির্দেশনা অনুযায়ী নিরাপদ পানীয় জল ও স্যানিটেশন ব্যবস্থা সচল রাখা অর্থাৎ ল্যাট্রিন ও অস্থায়ী নলকূপ/পানির উৎস স্থাপন করা।
ইহা ছাড়া সরকারী সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন প্রকার দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং সম্ভব সকল কাজে সরকারকে সহযোগিতা করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস